Header Ads

Header ADS

ইঙ্গিত



ইঙ্গিত

দেখিয়াছি অনেক কিছু, শুনিয়াছি সব,
কত যে রথি মহারথি, শুধিছে গুজব।
ভেবেছে তাহারা পেয়েছি, মোরা সবে ভয়
সত্য পথ বিচ্যুত হব তা কি করে হয়?

মন যার প্রগাঢ় কালো, উপরেতে সাদা
কি লাভিবে সে এ জীবনে, ছিটিয়ে কাদা
কুজন কর্দমাক্ত হয় সুজনে তা জানে
কুজন সুজন হয় না, সুধীজন মানে।

স্রোতের প্রবাহে আসে নি, কেউ ভেসে ভেসে
কি এমন শক্তিমান সে, কুৎসা গায় হেসে?
সময় একদা বলবে কত শত কথা
কথার জবাবে কুজন পাবে কষ্ট-ব্যথা।

বুকেতে সতত সততা আমাদের শক্তি
চাই না কভু এই তটে কুজনের ভক্তি
কুজনে কুকথা কহে কত কদর্য মনে
তাই বলে কি হেরে যাব কুজনের সনে?

মানুষ পারে না করিতে কাহারো অনিষ্ট
পরের অনিষ্ট করতে গিয়ে হয় পৃষ্ট
মহাপ্রভূ সৃষ্টির ক্ষতি নেয় না কো মেনে
কুজন সে কথা ভাবে নি একাকি গোপনে।

অহংকারে মানুষ নিজে ভাবে সাত পাঁচ
ধ্বংস অনিবার্য করিতে পারে না সে আঁচ
মাটি বাড়ি মাটিই ঘর- বুঝে তা ক'জনে
হয়তো ধোঁয়ায় উড়িবে নিরবে শ্মশানে।

মানুষ হয়ে যে মানুষের অপমান করে 

ধিক্ দেই তাহাকে; কে বলে মানুষ তারে?
এই জগতে কত জন ছিল শক্তিমান
পেরেছে কি তারা রক্ষা করতে সম্মান?

মানুষ হয়ে জন্মে যারা খেয়ালের ভুলে
অমানুষ হয় স্বীয় কাজের যাতাকলে
আকারে সে মানুষ হলেও ভিতরে কুৎসিত
বুঝে না তারা সত্য যতই দেই ইঙ্গিত।


১১ আগস্ট ২০১৮
অক্ষরবৃত্ত ছন্দ

No comments

Powered by Blogger.