Header Ads

Header ADS

আজান

আজান




আচ্ছালাতু খাইরুম মিনান নাওম
সুবহি সাদিক হল, দেখো পূবাকাশ
মিনার হতে ছড়ায় স্বর্গীয় সুবাস
শুনে সে ধ্বনি জাগিবে কি সুপ্ত কাওম?
মুয়াজ্জিন সুধায় ঐ সুমধুর ধ্বনি
ঐ সূর যেন কোকিল, পাপিয়ার ডাক
আসবে আলো শুনে ঐ হায়দরি হাক
কাটবে কি এ জাতির রাহু দশা শণি?

এ আহ্বান জাতির প্রাণে আনে জাগর
শুনে আযান ইবলিশ করে পলায়ন
মুমিন সালাতে ছুটে দ্রুত প্রাণ পণ
দম্ভ চূর্ণ হয় মায়ায় যেন সাগর।
'
আল্লাহ মহান' ধ্বনির অনুরণন
বিশ্বময় ঘোষিত হোক বাণী অমর।

২ জুলাই ২০১৮
সনেট

No comments

Powered by Blogger.